আগস্টের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান বিষয়ক তার নয়া যুদ্ধকৌশল প্রকাশ করেন। তার মধ্যে ছিল মার্কিন সৈন্য সংখ্যা ৪ হাজার বৃদ্ধি। তবে কর্মকর্তারা সঠিক সংখ্যা নিশ্চিত করতে অস্বীকৃতি জানান। বিমান হামলা আরো বাড়াতে আরো প্রশিক্ষক ও আরো উপদেষ্টা...
হামিদ গুল তার পরিবারের নিরাপত্তা চেয়েছিল।১৮ বছর বয়সী দোকানি হামিদের বাস লশকরগাহে যা আফগানিস্তানের সবচেয়ে বেশি লড়াই হয় যে প্রদেশে সেই হেলমন্দের রাজধানী। ২০১৩ সালে উন্নয়নকৃত বিস্ফোরক বোমায় (আইইডি) তারা পিতা নিহত হন। তারপর হামিদ ও তার বড় ভাই মিরওয়াইস...